Logo

পুরুলিয়ার বিখ‍্যাত ব্রেড ভেজিটেবিল চপ

Logo

বাঙালির ফাস্টফুডের প্রতি প্রেম বরাবরের। সন্ধ্যে নামলেই 

Logo

ভেজিটেবিল চপ খেতে ভালোবাসে না খুব কম মানুষই আছেন।

Logo

তবে ব্রেড ভেজিটেবিল চপ কখনো কি খেয়েছেন। নামটাও হয়তো কখনো শোনেননি।

Logo

পুরুলিয়া শহরে হরিপদ সাহিত্য মন্দির সংলগ্ন একটি দোকানে এই ভিন্ন স্বাদের চপের দেখা মিলছে।

Logo

এলাকারই বাসিন্দা টিংকু প্রতিদিন নিজের ঠেলাগাড়ি নিয়ে এসে এই এলাকায় চপের সম্ভার নিয়ে বসেন।

Logo

মাত্র ১০ টাকা মূলেই পাওয়া যায় এই চপ।‌ দেখতেও যেমন অদ্ভুত খেতেও তেমন সুস্বাদু। 

Logo

বাইরেটা ক্রিস্পি ,  মাঝে রয়েছে পাউরুটি ও ভেতরে ভেজিটেবিল চপের পুর একেবারে দুর্দান্ত কম্বিনেশন। 

Logo

মূলত ত্রিকোণ আকৃতির ব্রেড চপ দেখতে পাওয়া গেলেও এই ব্রেড ভেজিটেবিল চপ গোল আকৃতির।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন