পরিবেশ বান্ধব কলম ও পেন্সিল 

পরিবেশ রক্ষা নিয়ে লিখছি অথচ আমাদের হাতিয়ার কলম থাকে প্লাস্টিকের, 

এবার পরিবেশ বান্ধব কলম ও পেন্সিল আবিষ্কার করলেন উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রী।

প্লাস্টিকের কারণে পরিবেশ দূষণ জনিত অসুখবিসুখ।

প্লাস্টিকের কারণে মৃত্যু হচ্ছে বিভিন্ন জলজ প্রাণী থেকে শুরু করে স্থলজ প্রানীদের

সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় প্লাস্টিক বন্ধের জন্য আবেদন জানানো হলেও মানুষ সচেতন না

এই কলম পুরোপুরি পরিবেশ বান্ধব পদ্ধতিতে তৈরি ।এই কলমের কালি শেষ হলে তৈরি হবে একটি "গাছের চারা"। 

কারণ সেই কলমের  মাথায় বিভিন্ন ধরনের গাছের বীজ রয়েছে যা মাটিতে পুতে দিলে তৈরি করবে নতুন করে চারা গাছ।

কলম বিক্রয় করছে  দীপান্বিতা দেবনাথ তিনি একজন উদ্ভিদবিদ ছাত্রী। মাত্র কুড়ি টাকা দরে বিক্রি হচ্ছে এই ভেষজ কলম। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন