টবেই হয়েছে সুন্দর পাকা পাকা স্ট্রবেরি, স্ট্রবেরি চাষে নতুন দিশা দেখাচ্ছেন এই শিক্ষক
সাধারণত শাকসবজি, ফুল বাড়িতে চাষের ক্ষেত্রে টবে চাষ করা হয়,
স্কুল শিক্ষক চিত্তরঞ্জনের গাছের নেশা ছোট থেকেই, তবে অন্যরকম কিছু করে দেখানোর ইচ্ছা ছিল তাঁর
ফুলের সঙ্গে টবে স্ট্রবেরি লাগালে কেমন হয়!এই ভাবনা থেকেই স্ট্রবেরি বীজ এনে চাষ শুরু করেছিলেন
নিজেই ইন্টারনেট ঘেঁটে পড়াশোনা করে বাড়িতেই বাড়ির ছাদেই শুরু করে দিলেন স্ট্রবেরি চাষ
প্রথম দিকে সেভাবে সাফল্য মেলেনিতবে এবছর প্রচুর পরিমাণে স্ট্রবেরি হয়েছে
পরীক্ষামূলকভাবে শুরু করেছিলেন ছাদের টবে এবং রেন ওয়াটার পাইপে
এখন টব পাইপ ও মাটিতে মিলিয়ে শতাধিকের বেশি গাছ রয়েছে
কিভাবে এই সাফল্য মিলেছে সে ব্যাপারেও জানালেন সুন্দরবন অঞ্চলে এই চাষ করলে আর্থিক সাফল্য মিলবে বলেই মত তাঁর
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন