গাঁদা ফুল চাষ করেই লক্ষ টাকা আয়
মাত্র এক বিঘা জমিতে গাঁদা চাষ করে লাভ হচ্ছে লক্ষ টাকার বেশি
মালদহের এক কৃষকের দেবব্রত সরকারের এমন সাফল্য দেখে আশপাশের চাষীরাও গাঁদা ফুল চাষে এগিয়ে আসছেন
প্রতি সপ্তাহে একবিঘা জমি থেকে দুই থেকে তিন ক্যুইন্ট্যাল ফুল উৎপাদন হচ্ছে
সেপ্টেম্বর মাসের প্রথম দিকে গাছের চারা লাগানো হয়, প্রায় দুই মাস পর থেকেই ফুল ফুটতে শুরু করে
ফুল ফোটা শুরু হলে নিয়মিত গাছের পরিচর্যা ও জল দিতে হয়, তাছাড়া কোন কিছু দেওয়ার প্রয়োজন নেই
চার মাস ফুল বিক্রি করে লক্ষাধিক টাকা উপার্জন, এক বিঘা ফুল চাষে খরচ প্রায় ২০ হাজার টাকা
মালদহে ধীরে ধীরে কৃষকদের মধ্যে গাঁদা ফুল চাষের প্রবণতা বাড়ছে
মালদহের বাজারে ৮০ টাকা কেজি দরে পাইকারি মূল্য ফুল বিক্রি করছেন কৃষকেরা।