আর্থিক চাষে নতুন দিশা দেখাচ্ছে ড্রাগন ফ্রুট চাষ
ড্রাগণ ফ্রুট সব জায়গায় পাওয়া যায় না আর বাজারে এর দামও অনেক
তাই সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত বনশঙ্কা গ্রাম পঞ্চায়েতে ড্রাগন ফ্রুট চাষের উদ্যোগ নেওয়া হয়েছে
পাঁচ কাঠা জমিতে ২৯৪ টি ড্রাগন ফ্রুট চারা লাগিয়ে চাষ করা শুরু হয়েছে
ইতিমধ্যেই ফলন শুরু হয়ে গিয়েছে
এখান থেকে যে সকল ড্রাগণ ফ্রুট পাওয়া যাবে সেগুলি বিক্রি করে যে অর্থ মিলবে সেই অর্থ দিয়ে পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম করা হবে
ড্রাগণ ফ্রুট চাষে খরচও বেশ কম
চিকিৎসকরা জানাচ্ছেন ড্রাগন ফ্রুট খাওয়া শরীরের পক্ষেও খুব উপকারী
পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন