বিমানবন্দরে টিকিট ছাড়াই প্রবেশ করুন ডিজিযাত্রার সাহায্যে

কলকাতা বিমানবন্দরে চালু হল ‘ডিজিযাত্রা’ বা ডিজিটাল যাত্রা

এই ব্যবস্থার সাহায্যে ম্যানুয়াল টিকিট বা টিকিটের হার্ড কপি, পরিচয়পত্র ছাড়াই যাত্রীরা প্রবেশ করতে পারবেন

ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে যাত্রীরা সহজেই টার্মিনালে প্রবেশ, এমনকী বোর্ডিংও করতে পারবেন

স্বয়ংক্রিয় এই ব্যবস্থার উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে

এই পরিষেবা পেতে বিমানযাত্রীদের প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইলে ডিজি যাত্রা অ্যাপ ডাউনলোড করতে হবে

সেখানে আধার সংযুক্ত করে সেলফি আপলোড করে রেজিস্টার করতে হবে

তারপর যাত্রা কালে বিমানবন্দরের ই-গেটে উপস্থিত হয়ে বারকোড-যুক্ত বোর্ডিং পাস স্ক্যান করতে হবে

সেখানেই মেশিনের সামনে দাঁড়িয়ে ফেসিয়াল রেকগনিশেনের পর টার্মিনালে প্রবেশ করতে পারবেন বিমান যাত্রা

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন