অর্কিডের নাম শুনলেই পাহাড়ি অঞ্চলের কথাই মনে পড়ে।
তবে এবার শিলিগুড়িতে ও পলি হাউস বানিয়ে অর্কিডের চাষ করে তাক লাগলেন উৎপল বাবু।
বাণিজ্যিকভাবে উত্তরবঙ্গের সমতলে অর্কিডের চাষ এই প্রথম
শিলিগুড়ির উৎপল ব্যানার্জি ২০১২ সালে পলি হাউস তৈরি করে সেখানে চাষ শুরু করেন অর্কিডের।
উৎপল বাবু নিজের এই পলি হাউসে ২৬,০০০ প্রজাতির ট্রপিক্যাল অর্কিড ফুটিয়েছেন।
উৎপল বাবুর পলি হাউসের অর্কিডের নাগাল্যান্ডে চাহিদা রয়েছে প্রচুর।
উৎপল বাবু জানান, "ট্রপিকাল অর্কিড ফুল বিজনেসে নতুন একটা ডাইমেনশন এনে দিয়েছে।"
এখন থিম ওয়েডিং-এর জমানা। ফলে মানুষের পছন্দ হিসেবে সেই রং-এর অর্কিড পাঠানো হয় উৎপল বাবুর পলি হাউজ থেকে।
এই ধরণের অর্কিড একটু এক্সপেনসিভ। একেকটি অর্কিড বিক্রি করা হয় ১৫০ থেকে ২০০ টাকায়।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন