মুচমুচে জিলিপির স্বাদ নিতে প্রচুর ভিড় এই মিষ্টি দোকানে

সুস্বাদু মিষ্টি জিলাপি খেতে প্রত্যেটি মানুষ দারুন পছন্দ করে থাকেন

সেই জিলিপি যদি গ্রাম বাংলার খাটি জিনিস তৈরি হয়, তবে তার স্বাদ আরো কয়েক গুণ বেড়ে ওঠে

জিলাপির মধ্যে চালের গুঁড়ো দিয়ে তৈরি জিলাপি বেশি সুস্বাদু এবং মুচমুচে হয়

গ্রাম বাংলায় তৈরি খাঁটি চালের গুঁড়ো দিয়ে তিনি জিলাপি তৈরি হয় একটি মিষ্টির দোকানে

কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা এলাকায় গ্রাম্য পরিবেশের একটি মিষ্টির দোকানে এমনই সুস্বাদু জিলাপি পাওয়া যাচ্ছে

এই জিলাপির স্বাদ নিতে প্রতিদিন সন্ধ্যায় প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন দোকানের মধ্যে

দীর্ঘ প্রায় চার বছর ধরে এই দোকান রয়েছে, শুরুর সময় থেকেই ক্রমাগত জনপ্রিয় হতে থাকে পালপাড়ার এই জিলিপির দোকান

এখনো জিলিপির দাম রয়েছে কেজি প্রতি ১৫০ থাকে ১৬০ টাকা 

ছোট থেকে বড় সবাই এই জিলাপি খেতে খুবই পছন্দ করেন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন