বাজারে সহজলভ্য অন্যতম একটি ফল হল এই আমলকি।
বাস ,ট্রেন অথবা জনবহুল জায়গায় এখন অনেক সময় প্যাকেটে করে আমলকি বিক্রি করতে দেখা যায় ।
এই ফলই করতে পারে বহু সমস্যার সমাধান। বিভিন্ন আয়ুর্বেদ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় আমলকি।
আমলকির ব্যবহার আমাদের দেশে বহু যুগ ধরে হয়ে আসছে। আমলকির গুণাবলী জানলে চমকে উঠবেন আপনিও!
এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল নানা অসুখ থেকে মানুষকে বাঁচাতে পারে।
আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান।
আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে বিশেষ ভুমিকা পালন করে।
আমলকি চোখ ভাল রাখার জন্য উপকারী।আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন