রঙবাহারি ফুলের বাহার 

ঘর সাজানো হোক কিংবা অনুষ্ঠানের সাজসজ্জা, সবেতেই ব্যাবহার হয় বিভিন্ন ধরনের রঙ বেরঙের ফুল 

মূলত এই ফুল গুলির মধ্যে অন্যতম হল জার্ভেরা ফুল

সারা বছর এই ফুলের চাহিদা থাকে 

এই ফুল বাজারের প্রচুর ফুলের দোকানের পাশাপাশি  ডেকরেশনের দোকানেও প্রচুর অর্ডার করা হয়ে থাকে

বিয়ের মরশুমে এই ফুলের চাহিদা সব চাইতে বেশি থাকে

এই ফুল খুব সহজেই চাষ করা যায় স্বল্প জায়গায় এবং স্বল্প খরচে 

এই ফুল দেখতে যেমনটা সুন্দর তেমনি বিক্রিও হয় প্রচুর পরিমাণে

তবে সেই তুলনায় এই ফুলের যোগান থাকে অনেকটাই কম, তাই যে কেউ এই ফুল চাষ করলে আর্থিক লাভের মুখ দেখতে পারবেন

কোচবিহারের এক চাষি দুলাল সরকার দীর্ঘ সময় ধরে এই ফুল চাষ করার মধ্যে দিয়েই তিনি আর্থিক লাভের মুখ দেখছেন

বর্তমানে তিনি তার বাড়িতে এই ফুলের চাষ ও বিক্রি করছেন তবে পাশাপাশি এই ফুলের চারা গাছ বিক্রি করছেন 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন