গরমে ঠান্ডা জল খান মাটির বোতলে

আসছে বৈশাখ, আর বৈশাখ মাস মানেই তীব্র গরমের দাপট

একটা সময় গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরে গ্রীষ্মের দিনে মাটির কুঁজো বা কলসি দেখা যেত পানীয় জল ঠান্ডা রাখার জন্য

বর্তমানে রেফ্রিজারেটরের এই যুগে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে মাটির কুঁজো ও কলসি

কিন্তু আধুনিকতার ছোঁয়ায় মাটির নানান নিত্য নতুন সামগ্রী ফিরে আসছে আবার

তারই মধ্যে অন্যতম মাটির জলের বোতল

পুরুলিয়া শহরে মাটির জিনিসপত্রের দোকানে পাওয়া যাচ্ছে এই জলের বোতল

অনেকেই ভিড় জমাচ্ছেন এই জলের বোতল গুলি কিনতে

দামও রয়েছে একেবারে সাধ্যের মধ্যে

ক্রেতাদের জানাচ্ছেন এই বোতলের জল রাখলে সেই জল দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে

তাছাড়াও মাটির পাত্রে জল খাওয়ার যথেষ্ট গুনাগুন রয়েছে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন