বসিরহাটের ২০ টাকার চিকেন রোল
গ্রাম কিংবা শহরে সন্ধ্যা হলেই রাস্তার ধারে ফাস্ট ফুড হিসাবে যেটি সবচেয়ে বেশি নজর কাড়ে সেটি হল রোল।
সুস্বাদু খাবারের টানে যাঁরা যখন তখন যে কোনও জায়গায় ছুটে যেতে পারেন।
যেখানে মাত্র ২০ টাকায় চিকেন রোল পেয়ে যাবেন।
আজ তাদের কথা ভেবে এমন একটা ঠেকের খবর দেব।
আর এই ২০ টাকায় চিকেন রোলের রসদ পাওয়া যাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে।
আর সেই চিকেন রোল খেতেই ভিড় খাদ্য রসিকদের।
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের কলেজ পাড়ায় চাপাপুকুর রোডে এই আলু চিকেন রোল মিলছে।
বসিরহাটের কলেজ পাড়ার দম্পতি নিজেরাই বিকাল হতেই এই চিকেন রোল প্রস্তুতির কাজে লেগে পড়েন।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন