এইভাবে চাষ করুন ক্যাপসিকাম, হবে প্রচুর লাভ
পলিমালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করে লাভের আশা দেখছেন হাড়োয়ার কৃষকরা
পলিথিন দিয়ে গাছপালার গোড়া, সবজি ক্ষেত ঢেকে দিয়ে বিশেষ পদ্ধতিতে চাষ করাকে বলা হয় পলি মালচিং পদ্ধতি
সাধারণ পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করলে জমিতে রোগ পোকামাকড়ের প্রভাবে ফলন কম হয়
কিন্তু এবার কৃষকদের পাশে দাঁড়াল হাড়োয়া ব্লক কৃষি দফতর
কৃষকদের আতমা প্রকল্পের মাধ্যমে ক্যাপসিকাম চাষে লাভের পথ দেখাচ্ছেন ব্লক কৃষি দপ্তর
পলিমন মালচিং পদ্ধতিতে চাষের ফলে আগাছা নাশের জন্য নিড়ানির বড় খরচ থেকে মুক্তি পাওয়া যায়।
সঠিক পদ্ধতিতে চাষ করলে সাধারন চাষের থেকে লাভ কয়েক গুণ বৃদ্ধি পায়
ক্যাপসিকামে ভিটামিন এ এবং সি প্রচুর পরিমাণে থাকে
এটি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন