এই ক্যাকটাস ছাদে থাকলে বাজ পড়বে না বাড়িতে
প্রাচীন কালে যখন বাজকাঠি বা তামার রাতের আর্থিং করার প্রচলন হয়নি তখন বাজ পড়ার হাত থেকে বাঁচতে বাড়ির ছাদে বা উঁচু জায়গায় রাখা হত এই গাছ
এটি প্রাচীনকাল থেকে বাজ বরণী গাছ বলে পরিচিত তবে সাধরনত ক্যাকটাস নামে আমরা জানি
অনেকই ক্যাকটাস দিয়ে ঘর সাজাই
সারা শরীরে গাছটির কাঁটাযুক্ত থাকে একটু চওড়া পাতার ক্যাকটাস এক্ষেত্রে বেছে নিতে হবে
এটি শুধু তুলে এনে আপনাকে বাড়ির ছাদে একবার লাগিয়ে দিতে হবে
এর কোন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাকে নিতেই হবে না,এ নিজে থেকেই বেড়ে উঠবে
এটি বাড়ির ছাদে থাকলে, ঝড়-বৃষ্টিতে আকাশের বাজ পড়লে এই একমাত্র এই গাছই আপনার বাড়িকে রক্ষা করে দেবে
এই বাজ বরনী গাছ নাকি ঘরের বাজে পড়ার যে শব্দ তার পরিমান কমাতে সাহায্য করতে পারে
এটি তাদের বৃহৎ পৃষ্ঠের ক্ষেত্রফলের কারণে যা আপনার দূরের শব্দ প্রতিফলন করে এবং আওয়াজ কমায়
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন