আয়ের নতুন দিশা দেখাচ্ছে ক্যাকটাস চাষ

গ্রীক শব্দ “ক্যাকটা” থেকে এসেছে ক্যাকটাস কথাটি৷ স্থুল আকৃতির কান্ড বিশিষ্ট শিরদাড়া যুক্ত কাঁটাওয়ালা পত্রবিহীন ক্যাকটাসের আদিবাস আমেরিকার পূর্বাঞ্চলে

ঘর সাজানো ছাড়াও নানবিধ ব্যবহার আছে ক্যাকটাসের, তাই চাহিদাও আছে

দার্জিলিঙে বিজনবাড়ি ব্লকে নার্সারি থেকে ক্যাকটাস লাগিয়ে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন সিলভেস্টর রাই

দীর্ঘ ১০ বছর ধরে এই ব্যবসা করে আসছেন তিনি, ২০০৩ সালে প্রথম বিজনবাড়ির নার্সারিতে ক্যাকটাস চাষ করেন তিনি

এবার পুষ্প মেলায় তাদের ক্যাকটাসের কাউন্টারটি দৃষ্টি আকর্ষণ করছে দর্শকদের

সিলভেস্টর জানান, ২০০৩ সালে যখন তিনি নার্সারীর ব্যবসা শুরু করেন তখন তিনি উদ্যান পালন সম্পর্কে জানতেন না

তারপর ধীরে ধীরে বিষয়টি নিয়ে পড়াশোনা করে এবং চাষাবাদ করে ক্যাকটাস লাগিয়ে তাক লাগিয়ে দেন তিনি

করোনা পরিস্থিতির কারণে সেরকম ব্যবসা হয়নি দু'বছর, তবে এবছর ভালো ব্যবসার আশা রাখছেন তিনি

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন