ফাস্ট ফুডকে টেক্কা দিচ্ছে কাঁচা ভুট্টা পোড়া!
সন্ধ্যা নামলেই এখন মালদহ শহরের বহু মানুষ ভিড় করছেন কাঁচা ভুট্টা পোড়া খেতে
কাঠের উনানে ভুট্টা পুড়িয়ে তার উপর হালকা লবণ লঙ্কা ও লেবু দিয়ে দেদার বিক্রি হচ্ছে
সুস্বাদু এই ভুট্টা খেতে এখন ভিড় আট থেকে আশি সকলের
চিকিৎসকদের মতে, অনান্য ফাস্ট ফুডের থেকে এই খাবার অনেক ভালো
ভুট্টার মধ্যে একাধিক ভিটামিন রয়েছে, আছে ভরপুর নিউট্রেশন
এমনকি সহজে হজম হয় ভুট্টা, তাই ভুট্টা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো।
গরম ভুট্টা পোড়ার উপর হালকা লবণ, লঙ্কা ও লেবু রসের প্রলেপ দিয়ে দিচ্ছে, সামান্য মিষ্টি মুচমুচে এই ভুট্টা রুচিকর খাবার
মালদহের বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস.এন. পাল বলেন, অন্যান্য ফাস্ট ফুডের থেকে ভুট্টা পোড়া অনেক ভালো
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন