বাক্স পদ্ধতিতে কাঁকড়া চাষ!
গ্রামের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করছে এই বাক্স পদ্ধতিতে কাঁকড়া চাষ
পাশাপাশি বেকার যুবক-যুবতীদের বিকল্প উপার্জনের পথ দেখাচ্ছে এই চাষ
বাক্স পদ্ধতিতে কাঁকড়া চাষ মাছ চাষের মতোই ভীষণ লাভজনক
বাক্স পদ্ধতিতে কাঁকড়া চাষের জন্য আলাদা করে প্রয়োজন হয় না জলাশয় বা পুকুর
যেই পুকুর বা জলাশয়ে মাছ চাষ হয় সেখানেই বাক্সর মাধ্যমে চাষ করা যায় সহজেই
পূর্ব মেদিনীপুর জেলার চাষিরা পুকুরে মাছ চাষের পাশাপাশি বাক্স পদ্ধতিতে কাঁকড়া চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে
গ্রামের মহিলারাও এই কাজে এগিয়ে এসেছেন
কাঁকড়া চাষিদের নিয়ে গঠিত হয়েছে “বক্স-ক্রাব ফিশ প্রোডাক্সান গ্রুপ”
এই বক্স-ক্রাব টেকনোলোজিতে মাছের সাথে কাঁকড়ার অভিনব চাষ পদ্ধতি নন্দীগ্রামে বেশ প্রসার ঘটছে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন