নতুন সাজে বাঙালির প্রিয় দিঘা!

বাঙালির সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা গুলির মধ্যে একটি হল সমুদ্র সৈকত নগরী দিঘা

ছুটির দিন এ দিঘায় এসে সমুদ্র স্নানে মজা উপভোগ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া হয়ত মুশকিল

আর এবার এই জায়গার নান্দনিকতা বাড়াতে সহজ পাঠকেই আশ্রয় করে নিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ

ওল্ড দিঘার সৈকতাবাস আবাসনের ঠিক সামনে প্রথম বিশ্ব বাংলা উদ্যান

পার্কটি কবিগুরুর সহজপাঠ কথা এবং সহজ পাঠে নন্দলাল বসুর আঁকা প্রতিকৃতি দিয়ে সাজানো হল

দেওয়াল জুড়ে পানের পিক কিংবা বিজ্ঞাপনী আবর্জনায় দৃশ্যদূষণ চিরাচরিত ঘটনা

তা বন্ধ করার জন্যই এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে

এছাড়া মেরিন ড্রাইভ তৈরি হয়েছে 

অন্যদিকে জগন্নাথ মন্দির নির্মাণের কাজও চলছে পাশাপাশি 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন