বহু রোগের সমাধান করতে পারে ‘এই’ একটি পাতা
ঔষধি গুনে ভরপুর এই পাতা হল বাসক পাতা
গ্রামের দিকে খুব সহজেই এই পাতা পাওয়া যায়, বাসক পাতার রয়েছে বিভিন্ন উপকারিতা
বাসক পাতা ব্যবহার করে আমরা বিভিন্ন রোগের হাত থেকে নিস্তার পেতে পারি
বাসক পাতার রসের সঙ্গে এক চামচ মধু বাচ্চাদের খাওয়াতে পারলে সদির্কাশি থেকে অনেকটাই আরাম পাওয়া যায়
বাসক পাতার রস মাথায় মেখে রেখে খানিক পর ধুয়ে নিলে উকুন মরে যায়
শরীরে ছোট ফোঁড়া অথবা ব্যাথা দেখা দিলে যদি বাসক পাতা ভাল বেঁটে ফোঁড়ার উপর লাগানো যায় তাহলে ব্যথা কমে যায়
ঠান্ডা লাগার কারণে বুকে কফ জমে থাকে এবং অতিরিক্ত কাশি হয়, কফ যদি না ওঠে
সেক্ষেত্রে বাসক পাতার রস ১ চামচ মধু-সহ খেলে বুকে জমে থাকা কফ খুব সহজেই উঠে আসবে
প্রস্রাবের সময় জ্বালা-যন্ত্রণা অনুভব হলে বাসক গাছের ফুল বেটে মিছরি দিয়ে শরবত করে খেলে উপকার পাওয়া যায়
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন