কথিত আছে আকন্দ ভগবান শিবের প্রিয় ফুল 

কিন্তু এই আকন্দ গাছের রয়েছে অনেক ঔষধি গুণ

১৪টি আকন্দ ফুলের মাঝের চৌকো অংশের সঙ্গে ২১টি গোলমরিচ দিয়ে একসঙ্গে বেটে ২১টি বড়ি বানিয়ে প্রতিদিন সকালে জল দিয়ে একটি করে বড়ি খেলে হাঁপানি রোগের উপশম হয়

ব্রণ ও ফোঁড়ার উপশমেও আকন্দ পাতা সাহায্য করে

শরীরের কোনও জায়গায় ক্ষত হলে জলের সঙ্গে আকন্দ পাতা সেদ্ধ করে সেই জল লাগালে বিষক্রিয়া অনেক কমে যায় 

হাত পা মচকে গেলে, সেই জায়গায় আকন্দ পাতা গরম করে সেঁক দিলে ব্যথা উপশম হয় 

বিছে কামড়ালে, তার জ্বালাপোড়া কমাতে ব্যবহার করা যেতে পারে আকন্দ পাতা

আকন্দ গাছের কষ তুলোর মধ্যে ভিজিয়ে নিয়ে দাঁতের গোড়ায় লাগালে দাঁতের ব্যথা উপশম হয়

আকন্দের মূল গুঁড়ো করে খেলে খিদে বাড়ায়, তবে দুগ্রামের বেশি খাওয়া যাবে না

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন