বাঁকুড়া জেলার আনাচে-কানাচে যেরকম লুকিয়ে রয়েছে হাজার হাজার না বলা গল্প 

সেই রকমই চোখের আড়ালে পরিচর্যা হীন হয়ে পড়ে রয়েছে লোকসংস্কৃতির বহু নিদর্শনও

তেমনি হল 'পুতুলের সংগ্রহশালা' যা পরিচিত 'পুতুল ঘর' নামে

যেখানে বাঁকুড়া ছাড়াও গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পুতুল সংগ্রহ করে রাখা আছে

কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী বাঁকুড়ার শ্রী মহাদেব মুখার্জি ওরফে ব্যক্তিগত উদ্যোগে নিজের গৃহে স্থাপন করেছেন

প্রায় ১২০০ থেকে ১৩০০টি বিরল পুতুল সংগ্রহ করে রাখা আছে এই অদ্ভুত সংগ্রহশালায়

পুতুলগুলি থেকে আমরা জানতে পারি বাঁকুড়া সহ বিভিন্ন জায়গার লোকসংস্কৃতিক ইতিহাস

দীর্ঘ ১৭ বছর ধরে এই বিশাল বিরল পুতুল সম্ভার তৈরি করেছেন শ্রী মহাদেব মুখার্জি

এই সংগ্রহে রয়েছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের শিল্পী শিবশংক রক্ষিতের মমি পুতুল থেকে আফ্রিকার তানজানিয়ার পুতুল পর্যন্ত

প্রত্যেকটি পুতুলের নাম এবং তার বৃত্তান্ত লিখে রেখে দিয়েছেন তিনি

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন