বাঁকুড়ার মালাই চা!

কলকাতায় থাকেন? তাহলে নিশ্চয়ই মালাই চা এর নাম শুনেছেন।

কিন্তু যদি একবার সুযোগ পান তাহলে চলে আসুন বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে।

বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের মালাইচা স্বাদে এবং গন্ধে সম্পূর্ণ ভিন্ন।

অসম্ভব সুস্বাদু এই মালাই চা পান করতে বেলিয়াতোড় এর বিখ্যাত লালুর চা- এ ভিড় জমান বহু মানুষ।

কুড়ি টাকা, ৪০ টাকা এবং ৬০ টাকা দামের মালাই কেশর চা বর্তমানে বাঁকুড়ার "মোস্ট ওয়ান্টেড" ।

চা। মাটির ভারে কাঠের চামচে করে মালাইচা উপভোগ করতে আসেন দূর দূরান্ত থেকে মানুষ। 

বেলিয়াতোড়ের মালাই চা আর তার সাথে ম্যাচা সন্দেশ। এ যেন এক রূপকথা।

বেলিয়াতোড়ের লালুর মালাই চা দীর্ঘদিন ধরে এই রেসিপি দিয়েই বাজিমাত করে আসছে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন