ফল চাষ শুরু করতে পারেন খুব সহজেই

আম ,পেয়ার, পেঁপে, কলা, মসম্বি এবং বেদানা-সহ আরও বিভিন্ন ফল চাষ করতে পারেন সহজেই

চারা পাওয়া এখন খুবই সহজ

বিনামূল্যে উদ্যানপালন দফতরের পক্ষ থেকে অত্যন্ত ভাল গুণগত মানের চারা দেওয়া হচ্ছে

শুধুমাত্র বিনামূল্যে চারাই নয়,সঙ্গে যে কোনও রকম সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে বাঁকুড়া উদ্যানপালন দফতর

চারার প্রতিপালন থেকে শুরু করে ফল উদ্বোধন

কিভাবে একটি চারাকে সুস্থ রাখতে হয় এবং তার থেকে মুনাফা তুলে আনতে হয়

এই সব ক্ষেত্রেই উপদেশ দেওয়ার জন্য হাত বাড়িয়ে রেখেছে বাঁকুড়া উদ্যানপালন দফতর

সঠিক পদ্ধতিতে চাষ করলে দুই থেকে তিন মধেই ফল পাওয়া যাবে

ধারাবাহিকতার সঙ্গে কাজ করে গেলে আসবে মুনাফাও

বাঁকুড়াতে ইতিমধ্যেই এই যোজনার আওতাধীন অনেকেই কাজ শুরু করে দিয়েছেন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন