লং-জাম্প, হাই-জাম্প, জাম্প দৌড়, আর কি কি পারে ওরা!
দেশের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি ওদের ভূমিকাও কম নয়
তাইতো সেনারা দিচ্ছেন সঠিক ট্রেনিং
লং জাম্প, হাই জাম্প থেকে দৌড় সব কিছুতেই পারদর্শী সেনাবাহিনীদের এই সারমেয়রা
কুকুরের ঘ্রাণশক্তি প্রবল হওয়ার কারণে খুব সহজেই যেকোনও অস্বাভাবিক বস্তু তারা তাদের ঘ্রাণ শক্তির দ্বারা চিহ্নিত করে
এর ফলে বিভিন্ন স্পর্শকাতর জায়গা থেকে তারা একাধিক বস্তু সনাক্ত করতে সক্ষম হয়
সেই কারণেই ভারতীয় সেনাবাহিনীতে কুকুরদের ভূমিকা অপরিসীম
তবে বাড়ির পোষা কুকুর এবং সেনাবাহিনীদের কুকুরের মধ্যে ফারাক রয়েছে অনেকটাই
সেনাবাহিনীর কুকুরদের দেওয়া হয় সঠিকভাবে প্রশিক্ষণ। যাতে তারা সীমান্ত রক্ষার কাজে অত্যন্ত পারদর্শী হয়ে ওঠে
সীমান্ত রক্ষী বাহিনীর ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের পরিচালনায় আয়োজন করা হলো একটি ডগ শোয়ের
এদিন ডগ শোতে সীমান্তরক্ষী বাহিনীর বেশ কিছু আধিকারিকেরাই তাদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের নিয়ে দেখালো একাধিক কলাকৌশল
প্রত্যেকটি কুকুর সেনাবাহিনীর কর্মকর্তাদের আদেশ পালন করে
বিভিন্ন খেলা যেমন লং জাম্প হাই জাম্প দৌড় ইত্যাদি প্রদর্শন করা হয় এই দিন
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন