এই ফুলের গন্ধেই আসবে ঘুম! লাগবে না ঘুমের ওষুধ

প্রয়োজন নেই ঘুমের ওষুধের, বেলি ফুলের সুগন্ধেই আসবে ঘুম, জানাচ্ছে গবেষণা

ঘুমের ওষুধ কিংবা ভ্যালিয়াম যেভাবে কাজ করে, সেভাবেই বেলি ফুলের সুগন্ধ স্নায়ুতে এনে দেয় প্রশান্তি

দ্য জার্নাল অফ বায়োলজিক্যাল কেমিস্ট্রির গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে

গবেষণায় দাবি করা হয়েছে, বাজারে পাওয়া ওষুধগুলির থেকে প্রাকৃতিক উপাদানটি বেশি কার্যকরী

ঘুমের ওষুধের যে উপাদানটি মানুষের চোখে ঘুম এনে দেয়, বেলি ফুলের সুগন্ধের মধ্যেও সেই একই ধরনের উপাদান রয়েছে

এই সুগন্ধ নাকে যাওয়া মাত্রই ফুসফুস এবং রক্তের মাধ্যমে মস্তিষ্কে গিয়ে পৌঁছোয়

বেলি ফুলে থাকা বিশেষ উপাদান স্নায়বিক শান্তি এনে দেয়, চোখে ঘুম নামিয়ে আনে

শুধুমাত্র ঘুম নয়, উত্তেজনা প্রশমনের ক্ষেত্রেও বেলি ফুলের সুগন্ধ কার্যকরী বলে জানিয়েছেন গবেষকরা

প্রচলিত ঘুমের ওষুধগুলির মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, বেলি ফুলের তা নেই

Disclaimer: গবেষণা প্রকাশিত জার্নালের ওপর নির্ভর করে ওপরে তথ্যগুলি দেওয়া হয়েছে। অবশ্যই প্রয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভাল

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন