হঠাৎ কেটেছে! লাগান এই পাতা

হঠাৎ বাড়িতে বেসামাল হয়ে হাত বা পা কেটে গিয়েছে, প্রচন্ড রক্ত বেরোচ্ছে

হাতের কাছে কিছুই খুঁজে পাচ্ছে না, কি করবেন তাও ভেবে উঠতে পারছেন না

কিন্তু আপনার বাড়ির সামনেই এমন একটি গাছ আছে, যার রস লাগালেই রক্ত বন্ধ হয়ে যেতে পারে

চেনেন কি সেই ঢোল কলমি গাছকে?

বেশিরভাগ ক্ষেত্রে এলাকায় বেড়া গাছ নামে পরিচিত

গ্রামে অবহেলায় আগাছা হিসেবে বেড়ে ওঠে এই ঢোল কলমি গাছ

চিকিৎসকের কাছে যাওয়ার আগে আপাতত রক্ত বন্ধ করার এই পাতার কাজ অতুলনীয়

বাড়ির আশেপাশে খুব অল্প দিনের মধ্যেই ঘন ঝাড়ে পরিণত হয় এই লতা

গ্রাম অঞ্চলে জমির বেড়া হিসেবেও ব্যবহার করা হয়

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন