প্রতিবছরের মতো এ বছরেও মহাসমারহে কৃষ্ণনগর রাজবাড়িতে পালন করা হল অন্নপূর্ণা পুজো

চৈত্র মাসের অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয় রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে

মহাসমারহে নিয়ম মাফিক করা হল অন্নপূর্ণা পূজা

এদিন সকাল থেকেই রাজবাড়ির তোরণ খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য

সারাদিনে ভক্তদের আনাগোনা লেগেই থাকে রাজবাড়ির পুজো দেখার জন্য

আখ, চাল কুমড়ো এবং কলা বলি হিসাবে নিবেদন করা হয় প্রতিমার সামনে

পুজোর পর সকলকে প্রসাদ দেওয়া হয়

অন্নপূর্ণা পূজোর পরেই প্রস্তুতি শুরু হয় বারো দলের মেলার

মেলা উপলক্ষ্যে সাধারণ মানুষদের জন্য রাজবাড়ি তিন দিন খোলা থাকে

বারো দোলের মেলা বসে একমাস ব্যাপী 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন