পাট চাষেও হতে পারে এত লাভ?

সামান্য ক্ষারযুক্ত যে-কোনো মাটিতেই পাট চাষ করা যায়

পাট শুরুর সময় থেকে শেষ সময় পর্যন্ত একজন কৃষককে মুনাফার মুখ দেখাতে পারে

তবে ভালো ফলন ও উন্নত জাতের আঁশ পাওয়ার জন্য পলিযুক্ত উর্বর মাটি সবচেয়ে ভালো

খুব সহজে চাষ করেই ভাল ফলন পাওয়া যেতে পারে পাট চাষে

পাট মূলত বর্ষাকালীন ফসল হিসেবেই বেশি পরিচিত, এর জীবনকাল হয়ে থাকে মূলত ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত

পরবর্তী সময়ে পাট গাছ বড় হলে সেটার আঁশ এবং পাট কাঠি বাজারে ব্যাপক চাহিদা থাকে

সাধারণত উঁচু ও মাঝারি উঁচু জমিতে মিঠা পাট এবং উঁচু ও নীচু দু’রকম জমিতেই তিতা পাট চাষ করা যায়

পাটের ফলন ভালো পেতে সঠিক সময়ে জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন