সামনের ছুটিতে যান নতুন ‘এই’ জায়গায় 

নির্জনতা পছন্দ করলে ঘুরে আসুন গোবর্ধনপুর সমুদ্র সৈকত আপনি কি নির্জনতা পছন্দ করেন। 

ভিড় থেকে দূরে একাকী সময় কাটাতে চান। তাহলে আপনি চলে আসুন গোবর্ধনপুর সমুদ্র সৈকত। 

২০০০ সালের পর থেকে সমুদ্রের বুক থেকে রাশি রাশি বালি এসে জমা হতে থাকে এই পাথরপ্রতিমা ব্লকের জি প্লটের এই বেলাভূমিতে। 

চারিদিকে রয়েছে ঝাউবনের জঙ্গল।একেবারে কোলাহলহীন পরিবেশবান্ধব সমুদ্রতটে একবার আপনি পৌঁছে গেলে। আর ফিরে আসতে চাইবেন না।

 এই বিস্তীর্ণ বেলাভূমি মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয়।এই বেলাভূমিতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে গরান, সুন্দরী হেতালের জঙ্গল।

ভাগ‍্য প্রসন্ন থাকলে নদীর চড়ে দেখা মিলবে কুমিরের। সমুদ্র সৈকতের বড়ো বড়ো ঢেউ। 

 এই দ্বীপে পৌছাতে হল আপনাকে শিয়ালদহ স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনে পৌঁছাতে হবে। সেখান থেকে বাসে পাথরপ্রতিমা।

এরপর সেখান থেকে জলপথে জি প্লটের চাঁদমারি ঘাট। চাঁদমারি ঘাট থেকে সোজা গোবর্ধনপুর সি বিচ।তবে এই সমুদ্র সৈকতে থাকার মত সুব‍্যবস্থা নেই।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন