বিপর্যয় নেই, তাও সাইরেন কেন?

বর্ষার আগাম প্রস্তুতি নিয়ে ভূমিকম্প, সাইক্লোন প্রাকৃতিক বিপর্যয় রুখতে আগাম মহড়া বিপর্যয় মোকাবিলা দলের

সুন্দরবনে কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা যৌথ ভাবে মহড়া চালাল

সঙ্গে ছিল গোয়েন্দা কুকুর, লাইভ জ্যাকেট, হেলমেট, দমকল 

বৃহস্পতিবার এই প্রতিনিধি দলে মোট ২৮৪ জন প্রতিনিধি দলের সদস্যরা অংশগ্রহণ করেন

সাম্প্রতিককালে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে

যেকোনো বিপর্যয়ের সময় দ্রুত মানুষকে উদ্ধার করে সুনির্দিষ্ট নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে

তার জন্য পুলিশ কুকুরকে কিভাবে কাজে লাগানো হবে তার মহড়াও চলল

গুরুতর আহত হলে কিভাবে স্বাস্থ্য শিবিরে আনা হবে, নদীতে পড়ে গেলে কিভাবে উদ্ধার করতে হবে 

পাশাপাশি দ্রুত চিকিৎসা পরিষেবা কিভাবে দিতে হবে তার আগাম মহাড়া চলল সুন্দরবনের ব্লক গুলোতে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন