আলিপুর চিড়িয়াখানার পর আরও একটি চিড়িয়াখানা পেল কলকাতা

বাঘ, সিংহ, হরিণ, জলহস্তী, জেব্রা, জিরাফ-সহ বিভিন্ন প্রাণীর এর দেখা মিলবে এখানে

নিউ টাউনে এই চিড়িয়াখানা তথা হরিনালয়কে ঘিরে মানুষের আগ্রহ লক্ষ্য করা গিয়েছে

আকার আয়তনে আরও কিছুটা বাড়বে নিউ টাউনের হরিনালয়, এজন্য আরও জমি খুঁজছে বন দপ্তর

হাওড়া থেকে ভার্চুয়ালি নিউ টাউনের হরিনালয় বা মিনি জুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী এক দু মাসের মধ্যে বাঘ ও সিংহ আসবে, তারপর একে একে ব্ল্যাক প্যান্থার, বাঁদর-সহ অন্যান্য জীব জন্তু আনা হবে

মাত্র  ৩০ টাকাতেই ঘুরে দেখা যাবে এই মিনি চিড়িয়াখানা

বন দপ্তর সূত্রে খবর, মাস তিনিকের মধ্যে গড়চুমুকে আরও একটি চিড়িয়াখান তৈরি হবে

সেখানে গঙ্গার পাড়ে ডলফিনের প্রজননের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন