ভাইরাস বিক্রি করে আবার লাখপতি! শুনতে অনেকটা অবাক লাগলো আসলে সত্যি!

শিরিষ গাছের ব্যাকটেরিয়া পোকা তো নয় যেন টাকা কামানোর মেশিন!

শিরিষ গাছে সংক্রমিত ছত্রাক এখন উপার্জনের মাধ্যম, গাছের সংক্রমিত ছত্রাক যা এলাকায় পরিচিত ভাইরাস নামে

সুন্দরবন অঞ্চলের মিনাখাঁ,সন্দেশখালির আশপাশের এলাকার একদল মানুষ প্রতিদিন কাক ভোরে উঠেই বেরিয়ে পড়ছেন শিরিষ গাছ থেকে 'ভাইরাস পোকার' সন্ধানে

তবে শুধুমাত্র শিরিষ গাছেই নয় বাবলা, কুল, অর্জুন গাছে এই ছাত্রাক মেলে

ছত্রাক আক্রমণে গাছের ডালে টকটকে লাল একটি আবরণ এবং আবরণের উপরে সাদা দুধের মত তুলো জাতীয় একটি প্রলেপ পড়তে দেখা যায়

যত্ন সহকারে গাছ থেকে তুলে নেওয়া হয় পোকা ভর্তি ডাল, এরপর ডাল থেকে ছাড়িয়ে নেওয়া হয় পোকা ও তার উচ্ছিষ্ট

স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি পোকা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত দরে

প্রতিদিন গড়ে প্রায় ১০-১২ কেজি ছত্রাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা

ভাইরাস বিক্রি করে লাখপতি হচ্ছে সুন্দরবনবাসী

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন