বৃন্দাবন, মথুরা ,মির্জাপুর থেকে নদীপথে পাথর বয়ে এনে নির্মাণ করা হয় রাধা-গোবিন্দের এই পঞ্চরত্ন মন্দিরটি
আজ থেকে প্রায় ১৮৩ বছর আগে এই মন্দির নির্মাণ করতে কারিগররা এসেছিলেন সুদূর উত্তরপ্রদেশ থেকে
পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার অন্তর্গত জগদানন্দপুর গ্রামে রয়েছে এমনই এক অনন্য স্থাপত্যের নিদর্শন
শ্রী রাধা-গোবিন্দের এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন প্রয়াত রাধামোহন ঘোষ চৌধুরী
রাধামোহন ঘোষ চৌধুরী একসময় গিয়েছিলেন বৃন্দাবন ভ্রমণে, তিনি সেখানকার মন্দির ও স্থাপত্য দেখে মোহিত হয়ে যান
বৃন্দাবনের মন্দির দেখে অনুপ্রাণিত হয়ে তিনি এই মন্দির নির্মাণ করেন
ভাগীরথী হয়ে দাঁইহাটের কাছে ভাগীরথীরই উপশাখা সাপুলা এবং সেখান থেকে ৮ কিমি খাল কেটে নৌকায় করে পাথর এসে পৌঁছায় জগদানন্দপুর গ্রামে
দীর্ঘ কুড়ি বছরের চেষ্টায় ১৮৩৯ খ্রিস্টাব্দ নাগাদ, প্রায় ৮২ ফুট উচ্চতা বিশিষ্ট দ্বিতল, রথ আকৃতি রাধাগোবিন্দর এই পঞ্চরত্ন মন্দির প্রতিষ্ঠিত হয়
এই মন্দিরে নিয়ম মেনে প্রতিদিন ভোর থেকে শুরু হয় রাধা কৃষ্ণের পূজা-অর্চনা
মন্দিরের গায়ে, পাথরের কারুকার্য নজর কাড়ে দর্শনার্থীদের
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন