এই মুড়ি মেখে খেলেই সেরে যাবে রোগ ব্যাধি!
নদীর চরে বসে মুড়ি খাচ্ছে হাজার হাজার মানুষবর্ণ, সম্প্রদায় নির্বিশেষে জমা হয়েছেন আট থেকে আশি
চপ, সিঙ্গারা, নাড়ু, জিলিপি, শশা, পিঁয়াজ,আলু সিদ্ধ ইত্যাদি-সহ চলছে মুড়ি খাওয়া
কথায় আছে 'চুয়া' দিয়ে অর্থাৎ বালি খুঁড়ে দিয়েদ্বারকেশ্বর নদীর জল তুলে সেই জল দিয়ে মুড়ি মেখে খেলেই সেরে যাবে রোগ ব্যাধি
সঞ্জীবনী মাতার মন্দিরে মকর সংক্রান্তির দিন থেকে বসে সংকীর্তন
মাঘ মাসের চতুর্থ দিন ধুলাট, এই দিনই অনুষ্ঠিত হয় মুড়ির মেলা
সঞ্জীবনী মাতার মন্দিরে মকর সংক্রান্তির দিন থেকে বসে সংকীর্তন
অতীতে প্রতিবছরই দুর দূরান্ত থেকে বহু মানুষ আসতেন এই সংকীর্তনে
শীতের মিষ্টি রোদে দ্বারকেশ্বর নদীর চরে মুড়ি ভিজিয়ে খুদা নিবারণ করতেন
রাঢ় বাংলার মানুষের অতিপ্রিয় খাদ্য মুড়ি সেই মুড়ির প্রেমেই চৌঠা মাঘ দ্বারকেশ্বর নদীর চর আবারও ভরে উঠেছে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন