কেন পুরো মরশুম ব্যর্থ হল কেকেআর? কেন জায়গা পেল না প্লে অফে? কেকেআরের ব্যর্থ হওয়ার ১০ কারণ জেনে নিন।

দলের প্রধান অধিনায়ক নীতিশ রানার চোটের কারণে পুরো মরসুম না খেলাটা কেকেআরের ব্যর্থতার অন্যতম কারণ।

নীতিশ রানা ব্যাট হাতে কিছু ভালো ইনিংস খেললেও তাঁর অধিায়কত্বে পরিপক্কতার অভাব স্পষ্ট দেখা গিয়েছে। 

পুরো মরসুম জুড়ে ওপেনিং জুটি ঠিক করতে না পারা। গোটা মরশুমে মোট ৮টি নতুন ওপেনিং জুটি খেলিয়েছে কেকেআর।

কেকেআরে উমেশ যাদব, টিম সাউদি, লকি ফার্গুসনের মত অভিজ্ঞ পেসাররা সকলেই ব্যর্থ ভালো পারফর্ম করতে।

কেকেআরের দীর্ঘ দিনের দুই সেরা ম্যাচ উইনার সুনীল নারিন ও আন্দ্রে রাসেল পুরোপুরি এই মরশুমে ব্যর্থ। 

ব্যাটিং থেকে বোলিং সব বিভাগেই ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে কেকেআরের গোটা মরসুম জুড়ে।

কেকেআর তাদের হোম ইডেন গার্ডেন্সে পুরোপুরি ব্যর্থ। ৭টির মধ্যে মাত্র ২টি ম্যাচে জিতেছে নাইটরা।

নতুন কোচ হিসেবে এ মরসুমে চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে এসেছিল কেকেআর। প্রশ্নের মুখে পড়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংও।

শেষ কারণ নিলামের টেবিলে খুব একটা সক্রিয় দেখা যায়নি কেকেআরকে। ফলে ভালো দল গড়তে ব্যর্থ ফ্র্যাঞ্চাইজি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন