বিষধর সাপ দেখলেই ভয় লাগার কথা। তবে জানেন কি, অনেকেই বিষধর সাপ খেয়ে ফেলে।
শুনলে অবাক লাগতে পারে। তবে কিছু ফুটবলারও সাপ খেতে ভালবাসেন।
ভারতের কোনও খেলোয়াড় হয়তো সাপ খেতে চাইবেন না।
তবে চিনের ফুটবলারদের অনেকেই সাপ খেয়ে থাকেন।
চিনের গোলকিপার ইয়ান জানলিং সাপ খান বলে জানি
য়েছিলেন।
থাইল্যান্ডের ফুটবলার এন মাইকেলসন সাপ খেতে পারেন।
৩২ বছর বয়সী জানলিং সাপ খেতে ভালবাসেন বলে জানান।
ভারতের টেনিস তারকা মহেশ ভূপতি ২০১২ সালে সাপ খাওয়ার প্রস্তাব পেয়েছিলেন।
মহেশ ভূপতিকে চিনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি যাননি।
ভারতের কোনও খেলোয়াড় সাপ খেতে পারেন বলে জানা যায়নি আজ পর্যন্ত।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন