টেস্টে অধিনায়ক হওয়ার  যোগ্য কে বলে দিলেন অশ্বিন

বিরাট-রোহিতের অবসরের জেরে বড় পরিবর্তন হতে চলেছে টেস্ট দলে।

রোহিতের অধিনায়কত্বে ভারতের টেস্টে সহ-অধিনায়ক ছিলেন বুমরা।

তবে বুমরার সমস্যা ফিটনেস, নিয়মিত তাঁকে পাওয়া যাবে কি  না, সংশয়ে নির্বাচকরা। 

এর মধ্যেই ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে যোগ্য কে, জানালেন অশ্বিন।

অশ্বিনের মতে ভারতের অধিনায়ক হওয়ার যোগ্য বুমরা।

কিন্তু এর মধ্যেও একটা কিন্তু রয়েছে অশ্বিনের অধিনায়কত্ব নিয়ে।

অশ্বিনের মতে নির্বাচকরা ক্রিকেটারের শারীরিক সক্ষমতার কথা ভেবেই সিদ্ধান্ত নেবেন।

তবে তাঁর মতে, এবার বাস্তবেই গম্ভীরযুগের শুরু।