ভারতীয় দলের তারকা ক্রিকেটে শুভমান গিলের বোন শাহনীল গিল। 

ভাই যেমন মাঠে চার-ছয়ের ঝ়ড তোলেন তেমই রূপের ঝড় তোলেন শাহনীাল।     

শুভমান গিলের বোন দেখতে খুবই সুন্দরী। তার স্টাইল ও গ্ল্যামার ঘায়েল করার মত।     

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। ঘনঘন নিজের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন শাহনীল।     

ইনস্টাগ্রামে শাহনীল গিলের ফলোয়ার্সের সংখ্যা প্রায় ৭২ হাজারের কাছাকাছি। যা দ্রুত গতিতো বাড়ছে।   

শাহনীল গিল উচ্চ শিক্ষিত। এবার তিনি কোনও মডেল বা অভিনেত্রীদের থেকে কম নয়।     

ঘুরতে যেতে খুবই পছন্দ করেন শাহনীল গিল। নানা জায়গায় ঘুরতে যাওয়ার ছবি শেয়াক করেন তিনি।   

বিন্দাস জীবন যাপন করতে খুবই পছন্দ করেম শাহনীল গিল। যা তার বিভিন্ন ছনি থেকেই প্রমাণিত। 

সমুদ্রে হট মনোকিনিতে শাহনীলকে খুবই হট দেখায়। যেই ছবি নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল।   

ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন সব পোশাকেই দারুণ সুন্দরী দেখায় শাহনীলকে। আইপিএল দেখতে মাঠেও উপস্থিত থাকেন। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন