পিএসজি থেকে 'বাদ' পড়লেন মেসি! 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবে যোগ দেওয়ার পর থেকেই জল্পনা চলছিল লিওনেল মেসি আরব পারি নিয়ে

স্পেনের সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী সৌদির একাধিক ক্লাবে মোটা টাকার অফার রয়েছে তাঁর কাছে 

সৌদি দুটি ক্লাব ২৪৩৮ কোটি টাকা দেবে আল হিলাল ও আল ইত্তেহাদ মেসিকে সই করানোর জন্য ৩০৮৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছে

এরই মধ্যে পিএসজির প্রথম একাদশ থেকে লিওনেল মেসির বাদ পড়া নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে

ফরাসি কাপের ম্যাচে পায়েস দ্য ক্যাসলের বিরুদ্ধে মেসিকে পিএসজি দলে রাখেননি ফরাসী ক্লাবের কোচ

রবিবার দলের সঙ্গে অনুশীলন করেছিলেন লিওনেল মেসি

কিন্তু তার পরেও মেসি দলে জায়গা না পাওয়ায় প্রশ্ন উঠেছে, তবে কি ক্লাবের সঙ্গে মেসির সম্পর্ক কোনও ফাটল ধরেছে

সত্যিই কী পিএসজি ছাড়তে চলেছেন আর্জেন্টাইন তারকা

পিএসজি-র কোচ ক্রিস্টোফ গালটিরে দাবি মেসিকে বিশ্রাম দেওয়া জন্যই দলে রাখা হয়নি

পায়েস দ্য ক্যাসল খুব একটা শক্ত প্রতিপক্ষ নয়, সেই কারণেই মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোচ 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন