Headingসময়টা মোটেই ভাল যাচ্ছে না কেকেআরের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের৷ 

এই বাজারে রাসেল ফ্যানরা আর কী করেন ফের একবার রাসেলের সুন্দরী স্ত্রী-র হট ছবি ভাইরাল করার দিকেই মন দিচ্ছেন৷

পাঁচটি আইপিএল ম্যাচ খেলে প্রথম ম্যাচ থেকে ধরলে তাঁর স্কোর যথাক্রমে ৩৫,০,১,৩, ২১*৷

বল হাতে প্রথম তিনটি ম্যাচে কেরামতি দেখাতে সুযোগই পাননি৷ শেষ দুটি ম্যাচের একটিতে ৩ উইকেট এবং কেকেআর বনাম মুম্বই ম্যাচে ০ উইকেট৷

আন্দ্রে রাসেলের ব্যাট এখন কলা পাতার মতোই লতপত করছে আর তাঁর হট স্ত্রী নিজের মেয়েকে নিয়ে কলাবাগান থেকে জমাটি ছবি পোস্ট করছেন৷ 

নিজের ফেসবুক পেজ থেকে এই কলাবাগানের ছবি পোস্ট করেছেন জেসমি। আর সকলেই ধরে নিয়েছেন এটা বাংলায় তোলা ছবি আর বাংলায় ফ্যানেদের কমেন্টের জোয়ারে ভেসে যাচ্ছেন রাসেলে অর্ধাঙ্গিনী।

এমনিতেই উদাত্ত প্রকৃতির মধ্যে উন্মুক্ত যৌবন মেলে ধরেন আন্দ্রে রাসেলের স্ত্রী। 

তাঁর একের পর এক ছবি চিরকালই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। 

তাঁর আওয়ার গ্লাস শেপের শরীর ঝড় তোলে না এমন মন বোধ হয় খুঁজে পাওয়াই দায়। 

রাসেলের ব্যাটে রান খরার বাজারে স্ত্রী জেরমির সৌন্দর্য্যই বোধহয় তাঁর শেষ ভরসা।

মিসেস রাসেলের জনপ্রিয়তায় কোনও ভাঁটা তো নেই বরং সেখানে ফ্যানদের প্রেমের জোয়ার।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন