পৃথিবীর ভয়ঙ্করতম জায়গা এটি!
১০ কোটি বছর আগে সাহারা মরুভূমিতে ছিল ডাইনোসরের বাস।
যেটি এখন দক্ষিণ-পূর্ব মরক্কো হিসাবে পরিচিত।
এটি ভয়ঙ্কর হিংস্র মাংসাশী ডাইনোসরের এলাকা ছিল।
সেখানে নাকি উড়ন্ত ডাইনোসরও ছিল।
এখানে কোনো মানুষের পক্ষে বেশি দিন লড়াই করা সম্ভব ছিল না।
বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল মরক্কোর সাহারা মরুভূমির প্রাচীন পাথর থেকে জীবাশ্ম সংগ্রহ করেছিলেন।
এই এলাকা থেকে প্রচুর পরিমাণে জীবাশ্ম খুঁজে পায়।
এরপরই ওই স্থানের নাম দেওয়া হয় ‘কেম কেম বেডস’।
এখানে প্রচুর মাছও ছিল। ডাইনোসরের একাংশের খাদ্য ছিল মাছ।