News 18 বাংলা

১ ফোঁটা জল লাগবে না! দিব্যি পরিষ্কার হবে লেপ, কম্বল

By Ankita Tripathi

শীতে লেপের ওম, কম্বলের গরমের আরামেই তুলনা নেই৷ কিন্তু ব্যবহারের পরেই আসে ধোয়ার ঝক্কি

এত বড়, মোটা মোটা লেপ, কম্বল ধোয়া চাট্টিখানি কথা নয়৷ ধোয়ার পর শুকনো করা আরও বড় সমস্যার 

বেশিরভাগ বাড়িতেই ছাদের সুবিধা থাকে না৷ থাকলেও রোদের দেখা ভালমতো না পেলে ছাদ থেকেও কম্বল শুকনো হয় না৷ 

শুনতে অবাক করা লাগলেও এই সমস্যার সহজ সমাধান রয়েছে৷ কম্বল পরিষ্কার হবে৷ রোদ, জল কিছুই লাগবে না

আধ ঘণ্টা পর ব্রাশের সাহায্যে কম্বলটি ভাল করে ঘষে নিন। এভাবে কম্বল পরিষ্কার হওয়ার পাশাপাশি ব্যাক্টেরিয়া মুক্তও হবে

অনেক সময় কম্বল থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এমন অবস্থায় একটি স্প্রে বোতল নিয়ে তাতে গোলাপ জল ও ভিনেগার মিশিয়ে নিন। ওই তরল কম্বলে ভাল করে স্প্রে করুন

কম্বল পরিষ্কারের আর একটি উপায় হল একটি পাত্রে ভিনেগার, বেকিং সোডা এবং জলের দ্রবণ তৈরি করুন এবং কম্বলে ছিটিয়ে দিন

এবার তোয়ালে দিয়ে ক্যাসেরোলের ঢাকনা মুড়ে তার সাহায্যে কম্বলটি ভালভাবে ঘষে নিন

তারপর শুকানোর জন্য বাতাসে ছড়িয়ে দিন। লেপ, কম্বল পরিষ্কার হবে

ঢিলে হয়ে গিয়েছে প্রেশার কুকারের রবার? ২ মিনিটে হয়ে যাবে ‘টাইট’! 

পড়তে ক্লিক করুন