ভারতে অধিকাংশ মদের বোতল হয় ৭৫০ এমএল-এর। এখন প্রশ্ন হল, বোতলের এই মাপ কীভাবে নির্ধারণ হয়েছিল!
তবে এক লিটার বোতলেও মদ পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ৭৫০ এমএল-এর বোতলে মদ পাওয়া যায়।2
অনেকেই মজা করে ৭৫০ এমএল-এর এই বোতলকে খাম্বা বলে ডাকেন।
Heading ককটেলস ইন্ডিয়া ইউ টিউভ চ্যানেলের উপস্থাপক সঞ্জয় ঘোষ ব্যাখ্যা করেছেন, কেন বেশিরভাগ মদের বোতল হয় ৭৫০ এমএল!
১৮০০ শতাব্দীতেই ঠিক হয়ে গিয়েছিল, মদ কাঁচের বোতলে রাখাই শ্রেয়।
সেই সময় বোতল বানানোর জন্য গ্লাস বোয়িং পদ্ধতি অবলম্বন করা হত।
এই কৌশলে একটি ফাঁপা ধাতব পাইপের এক প্রান্ত ২০০০ ডিগ্রি তাপে কাঁচ ঢোকানো হয়।
তার পর গরম গলা কাঁচ পাইপের চারপাশে মোড়ানো অবস্থায় আটকে গেলে তা স্টিলের প্লেটে গড়িয়ে আকৃতি দেওয়া হত।
এর পর ফাঁপা পাইপ দিয়ে ফুঁ দিয়ে কাঁচে বাতাস পূর্ণ করা হত। ফলে বোতলের আকার বাড়তে থাকত।
একটি নির্দিষ্ট সময়ের পর বোতলটি পূর্ণ নিঃশ্বাসে সর্বোচ্চ ৬৫০ থেকে ৭৫০ মিলি আকারে স্ফীত হত। পরে ৭৫০ মিলি মাপকেই আদর্শ আকার হিসাবে বিবেচনা করা হয়।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন