মানুষ মারা গেলে কেন খোলা থাকে চোখ? সেটা জানেন কি? এই ঘটনা ঘিরে রয়েছে হাজারো কুসংস্কার৷ কোনটা সত্যি, কোনটা মিথ্যে, জেনে নিন নিজে 

চিকিৎসা বিজ্ঞান বলছে, সাধারণত কোনও মানুষ মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একবার অন্তত তাঁর চোখ মুহূর্তের জন্য খোলেন৷ তাই তা মৃত্যুর পরেও খোলা থাকে।

বিজ্ঞানীরা বলছেন, মৃত্যুর কয়েক ঘণ্টা পরেও মানুষের চোখ কর্মক্ষম অবস্থায় থাকে।

চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেলেই তাঁর মৃত্যু ঘটে। মস্তিষ্কও কাজ করা বন্ধ করে দেয়।

আমাদের চোখের পাতা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্নায়ু আমাদের মস্তিষ্কে সংকেত পাঠায়৷ তার মাধ্যমেই আমাদের শরীরে চোখ বন্ধ বা খোলা রাখা নিয়ন্ত্রিত হয়।

কিন্তু মৃত্যু হলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাজ করা বন্ধ করে দেয়৷ সেই কারণে চোখের পাতা খোলা-বন্ধ হওয়াও আর নিয়ন্ত্রিত হয় না।

বেশিরভাগ ক্ষেত্রেই ঘুমন্ত অবস্থায়ও মানুষ মারা যাওয়ার আগে জেগে ওঠেন এবং তারপর তাঁদের চোখ খুলে যায়। এমতাবস্থায় মৃত্যুর পরও তার চোখ খোলা থাকে।

আরেকটি কারণ হল চোখের সাথে সংযুক্ত পেশী চোখ খোলা ও বন্ধ করার কাজ করে৷ মৃত্যুর ক্ষেত্রে মস্তিষ্ক মারা গেলে, সেগুলো কাজ করা বন্ধ করে দেয়।

যদিও এটা বিশ্বাস করা হয় যে, মৃত্যুর পর চোখ ৫ ঘণ্টা কর্মক্ষম থাকে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন