আপনারা কি জানেন, কেন শিক্ষক শিক্ষিকারা লাল পেন দিয়েই ছাত্রছাত্রীদের খাতা দেখেন? আর কেন, নীল এবং কালো কালিরই পেন ব্যবহার করতে হয় পড়ুয়াদের?
শিক্ষকেরা কেন লাল কলম দিয়ে লেখেন বা শিক্ষার্থীরা কেন নীল-কালো রং দিয়ে লেখেন তার পিছনে কোনও নির্দিষ্ট ও লিখিত কারণ নেই। তবে অনুমান করা শক্ত নয়।
পড়ুয়ারা নীল বা কালো কালিতে লিখলে, শিক্ষকেরাও যদি সেই কালিতেই লেখেন, তাহলে তা আলাদা করে বোঝা যাবে না৷ তাই লাল রঙ..
লাল রঙের একটা গুরুত্ব রয়েছে৷ এর মাধ্যমে কর্তৃত্ব বোঝানো যায়৷ এই রঙে লেখা জিনিস যে গুরুত্বপূর্ণ, তা-ও বোঝা যায় সহজে৷ শিশুর পাশাপাশি অভিভাবকেরাও শিক্ষকের লেখা জিনিস গুরুত্ব সহকারে নেন।
দ্য সোশ্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে সমাজবিজ্ঞানের অধ্যাপক রিচার্ড ডিউক বলেছেন, শিক্ষক যে লাল রং ব্যবহার করেন, তা ছাত্র ও শিক্ষকের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।
লাল রঙ শিক্ষার্থীদের আবেগের উপর প্রভাব ফেলে৷ তাই আমেরিকায় ছাত্রছাত্রীদের প্রতি যে কোনও ধরনের পরামর্শ লেখার সময় নীল রঙ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সেক্ষেত্রে, শিক্ষকদের লাল রং ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে।
প্রাচীন কোরিয়ার বিশ্বাস অনুযায়ী, যদি কারও নাম লাল অক্ষরে লেখা থাকে, তাহলে তার মৃত্যু হয়।
গন টু কোরিয়া ওয়েবসাইট অনুসারে, সেখানকার শিক্ষকরা লাল রঙের কলম ব্যবহার করেন না।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন