বিপদ সংকেত মানেই ‘লাল’ কেন

সাধারণত কোনওরকম বিপদ সংকেত মানেই লাল রঙের ব্যবহার করা হয়৷ 

আবহাওয়া দফতরের সতর্কতা থেকে শুরু করে রেল লাইনের সিগন্যাল বা অন্য কোথাও, লাল ধরা হয় বিপদ সংকেত হিসাবে

কিন্তু কেন সেটিকে বিপদের সংকেত হিসাবে ধরে নেওয়া হয়, তার কোনও কারণ আছে?

হ্যাঁ, এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ, যে কারণে লাল বিপদের সংকেত হিসাবে ধরা হয়৷ 

রেলের ক্ষেত্রে আগত বিপদের কোনও সংকেত চালককে আগে থেকে পৌঁছে দেওয়া হয়৷ 

রাস্তার সিগন্যালের ক্ষেত্রেও তাই, আগে থেকে চালককে সতর্ক করে দেওয়ার প্রয়োজন হয়৷ 

লাল রং ব্যবহার করা হয় সেই কারণেই, যাতে দূর থেকে বিপদের আভাস পেতে পারেন কেউ৷ 

সাধারণত অন্য কোনও রঙের থেকে লাল রঙের উজ্জ্বলতা বেশি, এবং তা চোখে ধরা দেয় বেশি৷

দূর থেকে যাতে বিপদের আভাস দেখা যায়, সেই কারণেই উজ্জ্বলতম লাল রঙের ব্যবহার করা হয়৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন