রাত বাড়লে কেন কুকুর কেঁদে ওঠে ?

মানুষের মনোযোগ কাড়তে কুকুর রাতে কেঁদে ওঠে।

পুরনো এলাকা ছেড়ে নতুন এলাকায় এলে কুকুরের মন খারাপ থাকে, সেই দুঃখ থেকেও রাতে কুকুর কেঁদে ওঠে।

অনেক সময় মানুষের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কুকুর মাঝরাতে কেঁদে ওঠে।

কোনও দুর্ঘটনায় আঘাত পেলে বা শরীর খারাপ থাকলে কুকুর রাতে কেঁদে ওঠে। এই কান্নার কারণ সঙ্গীকে জানান দেওয়া

অন্য এলাকা থেকে কুকুর এলেও বাকি কুকুরদের সজাগ করতে কুকুর রাতে ডাকে। অস্বাভাবিক কিছু দেখলেও কুকুর পরিত্রাহি ডাকতে শুরু করে, যা কান্নার মতো শোনায়

 সঙ্গীর অভাব বা সঙ্গীর মৃত্যুতেও কুকুর কাঁদে

জ্যোতিষশাস্ত্র বলে, কুকুর তখনই কাঁদে যখন আশপাশে কোনও অশরীরী আত্মার উপস্থিতি টের পায়

তবে বিজ্ঞান বলছে অন্য কথা। বৈজ্ঞানিকদের মতে, রাতে কুকুর কাঁদে না, এটা ওদের ডাক। 

রাতে এভাবে ডেকে দূরে থাকা সঙ্গীদের কাছে কোনও বার্তা পৌঁছানোর চেষ্টা করে। এভাবে আওয়াজ করে তার অবস্থানটা সঙ্গীদের জানায়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন