যে কোনও সফট ড্রিংক প্যাকিংয়ের সময় রুম টেমপারেচরের নীচে পানীয় ঠান্ডা করা হয়৷
গরমে থাকলে বোতলের ভিতরের তাপমাত্রা বাড়তে থাকে৷
তাপমাত্রা বাড়লে গ্যাসের প্রভাবে বোতলের ভিতরে পানীয়ও ছড়িয়ে পড়ে৷
তাই ফাঁকা জায়গা না থাকলে বোতল ফেটে যেতে পারে বা লিক হতে পারে৷