ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে কেন
বিজ্ঞানের সমস্ত আবিষ্কারের মধ্যে কোনও না কোনও কারণ থাকে, তেমনই একটি কারণ হল, ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে
আদি কলে এখনকার মতো ঘড়ি ছিল না। ছিল সূর্য ঘড়ি।
আর সূর্যের ছায়ায় সময় বোঝার সঙ্গেই ঘড়ির কাঁটার গতির একটা যোগসূত্র রয়েছে।
উত্তর গোলার্ধে প্রথম ঘড়ি আবিষ্কার হয় বলে অনেকে মনে করেন।
সেখানেও সূর্যের ছায়ার গতির সঙ্গে তাল মিলিয়েই ঘড়ি আবিষ্কার করা হয়েছিল।বলা হয়, সূর্যের গতি উত্তর গোলার্ধে থাকে দক্ষিণ ঘেঁষা পূর্ব থেকে পশ্চিমে।
আর সূর্যের গতির সঙ্গেই জড়িত রয়েছে ঘড়ির ইতিহাস ।
পুব থেকে পশ্চিমে গতি মানে সহজ অর্থে বাঁদিক থেকে ডান দিকে গতি।
আর সেই গতির কথা মাথায় রেখেই ঘড়ির কাঁটার গতি হয়েছে বাঁদিক থেকে ডানদিকে।
এই অবাক করা গল্প আমাদের চমকে দিতে পারে আজও
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন