কাদের দই খাওয়া বারণ?

দইয়ের গুণাগুণের শেষ নেই, শরীর সুস্থ রাখতে দইয়ের জুড়ি মেলা ভার

কিন্তু খাদ‍্যদ্রব‍্য হিসেবে দই যতই উপাদেয় হোক না কেন, দই খাবার ক্ষেত্রেও থাকে বহুবিধিনিষেধ।

বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালের চিফ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ডাঃ প্রিয়াঙ্কা রোহাতগি জানালেন কোন ক্ষেত্রে কখন খাওয়া যাবে না দই।

অনেক ক্ষেত্রেই দেখা দইতে অ‍্যালার্জি রয়েছে কারও কারও।

এক্ষেত্রে দই খেলে বিভিন্ন সমস‍্যা দেখা দিতে পারে। সর্দি-কাশিও হতে পারে।

কারও যদি টনসিল বড় হয়ে থাকে এবং তিনি সর্দি-কাশিতে ভুগছেন

তারপর তিনি যদি দই খান, তবে এই পরিস্থিতিতে তার সংবেদনশীলতা বাড়তে পারে

দই খেলে সচরাচর কারও সর্দি-কাশি বাড়ে না।

দই খেলে সচরাচর কারও সর্দি-কাশি বাড়ে না।

বাজল ‘বিদায়ঘণ্টা’! কলকাতায় রাস্তায় আর চলবে না ট্রাম? কবে শেষ যাত্রা? হেরিটেজ হিসেবে চলবে শুধু এই রাস্তায়

বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালের চিফ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ডাঃ প্রিয়াঙ্কা রোহাতগি জানালেন কোন ক্ষেত্রে কখন খাওয়া যাবে না দই।

পড়তে ক্লিক করুন